Stories Details

Home/Stories Details

Home > Stories

শিক্ষার আলোয় আলোকিত সিংড়া

আজকে যখন শুনি সিংড়ার সন্তানেরা দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় এমনকি বিদেশের মাটিতে পড়াশোনা করে নিজেদের প্রতিষ্ঠিত করছে, তখন গর্বে আমার বুক ভরে যায়। সিংড়ার সন্তান হিসাবে আমিও তাদের এই গৌরবের অংশীজন হয়ে উঠি।


অথচ আজ থেকে ১৪ বছর আগেও সিংড়ার চিত্র ছিলো আলাদা। স্বাধীনতা পরবর্তী ৩৭ বছরে অবহেলিত জনপদ হিসাবেই সকলের কাছে পরিচিত ছিলো আমাদের প্রাণপ্রিয় সিংড়া। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা প্রায় সবদিক দিয়েই পিছিয়ে ছিলো চলনবিলখ্যাত সিংড়া। শিক্ষায় পিছিয়ে থাকার কারণে কর্মসংস্থান প্রাপ্তি এবং সৃষ্টিতেও পিছিয়ে ছিলো সিংড়ার সন্তানেরা। কিন্তু এই চিত্র বদলাতে সময় লাগেনি।


২০০৯ সালে প্রাণপ্রিয় সিংড়াবাসী আমাকে তাদের ভালোবাসা ও ভোট প্রদানের মাধ্যমে এক পবিত্র দায়িত্ব অর্পণ করেন। সেই দায়িত্ব পাওয়ার পর আমি প্রথমেই মনোযোগ দিই সিংড়ার শিক্ষার মানোন্নয়নে। সিংড়াবাসীকে সাথে নিয়ে এলাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের কাজে হাত দেই। যার ফলে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সিংড়ায় ০৮টি কলেজ, ৫১টি হাইস্কুল, ১১টি মাদ্রাসাসহ ৭০টি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো গড়ে তুলতে সক্ষম হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর দর্শন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষা এক্সপেন্স নয়, ইনভেস্ট। এই সকল অবকাঠামোই গড়ে তুলবে আগামীর সমৃদ্ধ সিংড়া, আগামীর উন্নত বাংলাদেশ।

Get an Appointment

I want to learn your thoughts how together we can build ICT driven Economy for a sustainable Bangladesh